বর্তমানে আমরা প্রায় সবাই কমবেশি আর্নিং এপ্স সম্পর্কে জানি। কিন্তু অনেকেই বলে অ্যাপ দিয়ে নাকি টাকা আয় করা যায় ।হ্যা এটা সত্য যে আপনি চাইলে অ্যাপ দিয়ে টাকা আয় করতে পারবেন।তবে সেটা খুবই সামান্য।অ্যাপ দিয়ে আপনি কিছু দিনের জন্য বা খুব কম টাকা ইনকাম করতে পারবেন।তবে আপনাকে অনেক সময় দিতে হবে।তাহলে অনেক সহজে অ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।এবং অনেক সহজে পেমেন্ট নিতে পারবেন।যে অ্যাপস গুলো অনেকদিন যাবত পেমেন্ট করে আসছে তারমধ্যে উল্লেখ যোগ্য নিম্নে দেওয়া হল।
১. Pocket Money
২. Poll Pay
৩. Earn Talktime
৪. Cash Buddy
৫. TaskBucks
৬. Roz Ghan
৭. Current rewards
৮. Google opinion rewards
আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে যে apps থেকে কত টাকা ইনকাম করা যায়।আপনি অন্যান্য বড় বড় ইনকাম সাইটের তুলনায় android apps দিয়ে অনেক কম টাকা ইনকাম করতে পারবেন।আমি অনেক খুজাখুজি করে যত টুকু ধারনা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি।আমি খুজাখুজি করে বুঝলাম সাধারনত অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে প্রতি দিন প্রায় $ 2.5--$10 ডলারের মতো ইনকাম করা যায়।এবং যে অ্যাপগুলো থেকে একটু বেশি টাকা ইনকাম করা যায় সেটা হলো $ -100+ ডলারের মতো সর্বোচ্চ ইনকাম করতে পারবেন।এটা খবই কম কেননা এমনও ফ্রিল্যান্সার আছেন যারা প্রতিদিন প্রায় $100,000++++ ডলার বা তারও অনেক বেশি ইনকাম করে।এবার ভাবুন অ্যাপ থেকে আমরা মাত্র কিছু টাকা ইনকাম করতে পারবো।
তবে মনে রাখবেন অ্যাপ থেকে ইনকাম করা কিন্তু ১০০% নিরাপদ নয়।
---------------------------------------------------------------------------------------------------
0 মন্তব্যসমূহ